ঢাকা, শনিবার, ১১ মে, ২০২৪

প্রথম দিন শেষে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সমান-সমান

ঢাকা টেস্টের প্রথম দিন ব্যাট-বলের দারুণ লড়াই হলো। টস জিতে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম সেশনে আধিপত্য দেখায়। দ্বিতীয় সেশনে বাংলাদেশ লড়াইয়ে ফিরে সেশনটি নিজেদের করে নেয়। শেষ সেশন দুই দল ভাগাভাগি করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।


স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ২২৩/৫ (৯০ ওভার)


ব্যাটিং:  জশুয়া ডি সিলভা ২২ ও এনক্রুমার বোনার ৭৪


আউট: জন ক্যাম্পবেল ৩৬, শেইন মোসলে ৭, ক্রেইগ ব্র্যাথওয়েট ৪৭, কাইল মায়ার্স ৫, জার্মেইন ব্ল্যাকউড ৩৬।


এবার পারবেন তো বোনার?


চট্টগ্রামে মাত্র ১৪ রানের জন্য ক্যারিয়ারের প্রথম টেস্টে সেঞ্চুরির স্বাদ পাননি এনক্রুমার বোনার। তাতে আক্ষেপ থাকার কথা না মোটেও। কারণ দল জিতেছিল ৩৯৫ রান তাড়া করে। দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে দ্যুতি ছড়াচ্ছেন ডানহাতি ব্যাটসম্যান। দিন শেষে অপরাজিত আছেন ৭৪ রানে। এবার তিন অঙ্কের স্বাদ পাবেন তো বোনার? উত্তরটা দ্বিতীয় দিনই পাওয়া যাবে।  


লড়াইয়ে শেষ হলো শেষ সেশন


শেষ সেশনে দুই দল ব্যাট-বলের দারুণ লড়াই করলো। বাংলাদেশ জার্মেইন ব্ল্যাকউডের উইকেট নিলেও দিনের বাকিটা সময় নিয়ন্ত্রিত ব্যাটিং করেছে অতিথিরা। শেষ সেশনে তারা ১ উইকেট হারিয়ে তুলেছে ৭৭ রান। এর আগে প্রথম সেশনে ১ উইকেটে ৮৪ রান এবং দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারিয়ে ৬২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

ads

Our Facebook Page